অলিম্পিকে মিশ্র দ্বৈতে রোমান-দিয়ার হার

বিটিসি স্পোর্টস ডেস্ক: রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটিকে ঘিরে টোকিও অলিম্পিকে প্রত্যাশা বেশি বাংলাদেশের। কিন্তু তাদের রিকার্ভ মিশ্র দ্বৈতের শুরুটা ভালো হয়নি। প্রি -কোয়াটার ফাইনালে হেরে যেতে হয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে।
টোকিওর ইউমেনোশিমা ফিল্ডে আজ শনিবার (২৪ জুলাই) কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান-কিম জে ডিওক জুটি।
প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে হেরে যায় রোমান-দিয়া জুটি। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই হয়েছে। তবে হার মানতে হয়েছে  ৩৫-৩৩ ব্যবধানে। তৃতীয় সেটে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু হারতে হয়েছে ৩৯-৩৮ পয়েন্টে।
মিশ্র দ্বৈত শেষে এখন ব্যক্তিগত ইভেন্টের লড়াইয়ে নামবেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.