অলিম্পিকে প্রথম সোনা চীনের

বিটিসি স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিকের উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার (২৩ জুলাই)। আর আজই প্রথম পদকের নিষ্পত্তি হয়েছে। চীনের শুটার ইয়াং কিয়ান অলিম্পিকের রেকর্ড গড়ে পেয়েছেন প্রথম সোনার পদক ।
আসাকা শুটিং রেঞ্জে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫১.৮ স্কোর গড়ে ইয়াং সোনার পদক জেতেন। পেছনে ফেলে দেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনাকে। সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন জিতেছেন ব্রোঞ্জ।
শেষ শট পর্যন্ত পারফরম্যান্স দেখান ইয়াং। ৯.৮ স্কোর গড়েন ২১ বছর বয়সী এই শুটার। রাশিয়ার প্রতিযোগী ০.৭ স্কোর পেছনে থেকে পেয়েছেন রুপা।
যদিও কোয়ালিফিকেশন রাউন্ডে ইয়াং ষষ্ঠ হয়েছিলেন। আর গালাশিনা অষ্টম। বাছাইয়ে ৬৩২.৯ স্কোর গড়ে অলিম্পিকের রেকর্ড গড়া নরওয়ের জেনেট হেগ পদক জিততে পারেননি। হেগ শেষ পর্যন্ত হয়েছেন চতুর্থ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.