অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

চট্টগ্রাম ব্যুরোঅর্থ আত্মসাতের অভিযোগে আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম পূবালী ব্যাংক চকবাজার শাখা থেকে তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) এবং অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)। পরে পুলিশ ওই তিন কর্মকর্তাকে আদালতে প্রেরন করেন।

চকবাজার সিএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. নিজাম উদ্দিন বলেন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংক চকবাজার শাখার ৩ কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করেছে।

অভিযোগে জানা গেছে, ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের দায়ে উপ মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ওই তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা সূত্রে আজ সোমবার এ তিনজনকে ব্যাংক থেকেই পুলিশ আটক করেন।এ ঘটনায় বাকি ৪ জন হলেন গ্রাহক। তারা পলাতক আছেন।

ওসি জানান মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.