আখাউড়ার আকাশে হঠাৎ করেই ভারতীয় ড্রোন!!!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আকাশে হঠাৎ করেই ভারতীয় ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি এসে ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। ভারতীয় কয়েকজনের একটি দল ড্রোনটি ব্যবহার করেছে। আখাউড়া রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনাস্থল ত্যাগ করে দলটি।

স্থানীয়রা জানান, ড্রোন ব্যবহারকারীরা কালো রঙের একটি জিপ গাড়িতে চড়ে ওই এলাকায় আসে। তাছাড়া তারা একে অপরের সাথে হিন্দি ভাষায় কথা বলছিল।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বলেন, ড্রোন ব্যবহার করে ছবি বা ভিডিও ধারণ করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন হয়। বিষয়টি খোঁজ নিয়ে জানার চেষ্টা চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.