বেইজিংয়ে চীন, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আজ সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং বেইজিং সফররত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
ছিন কাং বলেন, পররাষ্ট্রমন্ত্রী সিজার্তো একটি প্রতিনিধি দল নিয়ে চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশসমূহের একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। তাতে প্রতিফলিত হয় যে হাঙ্গেরি এ অনুষ্ঠান ও দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর বেশ গুরুত্ব দেয়।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের নেতৃত্বে চীন ও হাঙ্গেরির দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসে সবচেয়ে ভাল সময়ে প্রবেশ করেছে। চীন কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন চায়। হাঙ্গেরির সঙ্গে কৌশলগত আস্থা জোরদার, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং একসাথে নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করবে চীন।
জানা গেছে, তৃতীয় চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশসমূহের প্রদর্শনী আগামীকাল চীনের চে চিয়াং প্রদেশের নিং পো শহরে অনুষ্ঠিত হবে। (সূত্র: গ্লোবাল টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.