ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান দ্যা হলি কুরআন ইন্সটিটিউটের উদ্বোধন

খুলনা ব্যুরো:  সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘ফেসবুক কুরআন প্রতিযোগিতা’র পর এবার স্কুল, কলেজ ও জেনারেল শিক্ষিতদের জন্য কুরআন-হাদীসসহ ইসলামের মৌলিক বিষয়সমূহ শিক্ষা দেওয়ার এক ভিন্নধর্মী প্রতিষ্ঠান দ্যা হলি কুরআন ইন্সটিটিউটের উদ্বোধন অনুষ্ঠিত হলো।

গতকাল শনিবার (৪জানুয়ারী) বিকেলে ফাউন্ডেশনের কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে ও মহাসচিব ক্বারী মাওলানা মোঃ মাহদী হাসান কাওসারীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি, বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অফিস সম্পাদক ও শিক্ষক হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, খুলনা বিভাগীয় পরিচালক মোঃ হেলাল উদ্দিন, মোঃ আসিফ ইকবাল মাসুম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আব্দুল হালিম, মোঃ মুজিবুর রহমান, শেখ শোয়েব আক্তার, মোঃ রুহুল আমিন, মোঃ বিল্লাল হোসেন, এস এম দেলোয়র হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে আনুষ্ঠানিক ক্লাসের উদ্বোধন করেন ও নবীন ছাত্রদের হাতে ফাউন্ডেশন কর্তৃক সেমিষ্টারের যাবতীয় কিতাবাদি তুলে দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.