উজিরপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মোঃ শাহে আলম-এমপি

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, গৃহ নির্মাণ মঞ্জুরী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর)  বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা প্রশাসক এস.এম অজিউর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সভাশেষে ১০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২ বান্ডেল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক ও শুকনো খাবার, ঘূর্ণিঝড়ে গুরুতর একজন আহতকে ১০ টাকা এবং ১৫০ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.