চাকরির প্রলোভনে জোরপূর্বক পতিতাবৃত্তি, গ্রেফতার-৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজে বাধ্য করার দায়ে চারজনকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। এসময় দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আরাফাতুল ইসলাম, ফারজানা বেগম, আবু ওমর, ও আনসার।
আজ বৃহস্পতিবার (০২ মে) রুপনগর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বিটিসি নিউজকে বলেন, ওই আবাসিকের একটি ফ্ল্যাটের অভ্যন্তরে অভিযুক্ত আরাফাতুল ইসলাম তার সহযোগীদের নিয়ে মেয়েদের আটক রেখে অর্থের বিনিময়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করে আসছে। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি বলেন, পুলিশ অভিযানে দুই ভিকটিমকে উদ্ধার করে। তারমধ্যে একজনকে গত ১৯ এপ্রিল চাকরির খোঁজে চট্টগ্রামে আসলে আরাফাতুল ইসলামের সাথে পরিচয় হয়। ওই কিশোরীকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। তারমধ্যে ফারজানা ও আরাফাতুল ইসলামের বিরুদ্ধে মানবপাচারের মামলা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.