রাজশাহী কলেজ অডিটোরিয়ামকে ‘শহীদ দুলাল’ নামে নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ অডিটোরিয়ামকে শহীদ রফিকুল ইসলাম দুলাল অডিটোরিয়াম নামে নামকরণ করার জোর দাবি উঠেছে। আগামী ৫ ডিসেম্বর শহীদ রফিকুল ইসলাম দুলাল দিবসে এই দাবি বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী কলেজের ইতিহাস আরো সমৃদ্ধ এবং শহীদ দুলাল দিবসে যথাযোগ্য শ্রদ্ধা নিবেদন সম্ভব হবে মনে করছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয় বাংলা পরিষদের আহবায়ক শফিকুজ্জামান শফিক।

প্রসঙ্গত, ১৯৯০ সালের ৫ই ডিসেম্বর এরশাদবিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের মন্ত্রী নুরুন নবী চাঁদের বাড়ির সামনে দিয়ে সর্বদলীয় ছাত্রঐক্যের মিছিল অতিক্রমকালে দুর্বৃত্তরা গুলি করে। এতে ঘটনাস্থলেই শহীদ হন তৎকালীন রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম দুলাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি সামনে আনেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয় বাংলা পরিষদের আহবায়ক শফিকুজ্জামান শফিক। তার ফেসবুক প্রোফাইলে ৯০’ দশকের রাজশাহী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা শহীদ রফিকুল ইসলাম দুলালের স্মরণে রাজশাহী সরকারি কলেজ অডিটোরিয়ামকে ‘শহীদ রফিকুল ইসলাম দুলাল অডিটোরিয়াম’ নামকরণ করার দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে সাবেক ছাত্রলীগ নেতা শফিকুজ্জামান লিখেছেন- ‘শহীদ রফিকুল ইসলাম দুলাল। বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি (তৎকালীন) রাজশাহী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক। শহীদ দুলাল বঙ্গবন্ধুকে ভালবেসেছিলেন, সমস্ত আবেগ ও শ্রদ্ধায়। চেতনা ও বিশ্বাসে বঙ্গবন্ধুর আদর্শ। সেই আদর্শ প্রতিষ্ঠায় দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে যে সংগ্রাম, সেই সংগ্রামের মেধাবী, সাহসী, দৃঢ়চেতা কর্মী শহীদ দুলাল।

সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সারাদেশ যখন উত্তাল তখন প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার রাজশাহীতেও সেই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল। আন্দোলনের কোথায় নেই দুলাল? মিছিলে, স্লোগানে, চিকামারায়, বক্তৃতায়, রাজপথের প্রতিরোধে…সেই দুলালকেই আবার দেখা যায় নিয়মিত ক্লাসরুমে, বন্ধুদের আড্ডায়, শিক্ষাসফরে, কবিতায়, ডায়েরির পাতায়, ছাত্রদের দাবি দাওয়া নিয়ে ছাত্রসংসদে আলোচনায়, সাংস্কৃতিক অঙ্গণে দুলাল আছে পরিবারের আদর-স্নেহ-মমতায়-ভালবাসায় আছে প্রেয়সীর প্রেমে…সবকিছু ছাড়িয়ে সংগ্রামী দুলালের দুচোখে গণতন্ত্র উদ্ধারের স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে আন্দোলন সংগ্রাম। দুলালের স্বপ্ন আর সংগ্রাম যখন বাস্তবতার প্রায় দ্বারপ্রান্তে, আনুষ্ঠানিকতার বাকি মাত্র ঠিক তখনই আনন্দ মিছিলের মধ্যেই নিজেকে গণতন্ত্রের জন্য উৎসর্গ করলেন…তার স্বপ্ন, সংগ্রাম এবং আদর্শের প্রয়োজনে আত্মদান আমাদের উত্তরাধিকার দিয়ে গেলেন। তার স্বপ্ন, সংগ্রাম, আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমরা কি রাজশাহী কলেজ অডিটরিয়ামটি শহীদ রফিকুল ইসলাম দুলাল অডিটরিয়াম করতে পারি না?’

এরআগে গত ১২ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শ্রেষ্ঠ শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টি নেতা রাঙ্গার ঘৃনিত বক্তব্যের প্রতিবাদে সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান শফিকের নেতৃত্বে সারাদেশের মধ্যে রাজশাহীতে প্রথম মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রাঙ্গার কুশপুত্তলিকা দাহ্য করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.