আদমদীঘিতে স্ত্রীকে কু-প্রস্তাব প্রতিবাদ করায় স্বামীকে মারপিট মামলার আসামীরা ১২ দিনেও অধরা

প্রতীকী ছবি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় স্বামীকে হত্যার উদ্যেশ্যে হাত পা ও মুখ বেঁধে মারপিট সংক্রান্ত মামলার আসামীরা ১২দিন যাবত অধরা রয়েছে।
আসামীরা প্রভাবশালি মহলের ছত্রছায়ায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও মামলাটি অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য: আদমদীঘির কোমারভোগ গ্রামের জনৈক সাদ্দাম হোসেনের স্ত্রীকে দীর্ঘদিন যাবত একই গ্রামের আজাদ কু-প্রস্তাব দিআেসছিল। এতে তার স্বামী প্রতিবাদ করায় আজাদ নানা ভাবে হুমকি দিয়ে দেয়। গত ৩০ জুন রাত ২টার সাদ্দাম হোসেন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে এলে আজাদ ও শুকুর নামের ব্যক্তিরা সাদ্দাম হোসেনকে হাত পা ও মুখ বেঁধে মারপিটে হত্যার চেষ্টা করে বাড়ির পাশের খলিয়ানে ফেলে রেখে যায়।
পরে গ্রামবাসি আহত সাদ্দাম হোসেনকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ৪ জুলাই সাদ্দাম হোসেনের স্ত্রী নাছিমা বেগম বাদি হয়ে একই গ্রামের বদিরুজ্জামান ক্যাকোর ছেলে আজাদ (৩০) ও শুকুরিয়ার ছেলে আল আমিন (২৫) কে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারি উপ-পরিদর্শক সোলায়মার আলী বিটিসি নিউজকে জানান, আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.