ইংল্যান্ড দল’র ব্যাটিং কোচ’র দায়িত্ব পেলেন ট্রট

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক ব্যাটসম্যান জনাথান ট্রট। এছাড়াও আসন্ন সিরিজের জন্য নিউজিল্যান্ডের সাবেক স্পিনার জিতান প্যাটেল ও ওয়ারউইকশায়ারের পেসার গ্রায়েম উইলচও ইংল্যান্ডের কোচিং প্যানেলে কাজ করবেন।

২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ট্রট। দেশের হয়ে ৫২টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ৩৮৩৫, ওয়ানডেতে ২৮১৯ ও টি-টোয়েন্টিতে ১৩৮ রান করেন ৩৯ বছর বয়সী ট্রট।

২০০৯ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ট্রটের। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি।

প্রথম শ্রেনির ক্রিকেটে ১৮ হাজার ৬৬২ রান করেছেন ট্রট। ইংল্যান্ডের যে দলটি টেস্টের এক নম্বর ছিল, সে দলের সদস্যও ছিলেন তিনি। তাই ২০১১ সালে আইসিসি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রট।

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে ক্রিকেটকে বিদায় বলেন ট্রট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.