করোনা মোকবেলায় মিডিয়াকে দায়িত্বশীলতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে (ভিডিও) : সাদ এরশাদ

রংপুর প্রতিনিধি: করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হওয়ার আহবান জানিয়ে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগরি আলমাহি সাদ। সাদ এরশাদ আরও বলেন, এই ভাইরাস মোকবেলায় মিডিয়াকে দায়িত্বশীলতার সাথে গুরুত্বুপুর্নভূমিকা পালন করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় রংপুর মহানগরীর পায়রা চত্বরের সকল ব্যবসায়িসহ পথচারীদের মধ্যে করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করেন তিনি।

এসময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সাদ এরশাদ এমপি বলেন, এই ভাইরাস খুব সাধারণ হলেও এটি অত্যন্ত প্রাণঘাতি। এজন্য আমাদের ঘনঘন হাতধোয়া, ধর্মীয় অনুশাসন মানতে হবে। গণজমায়েত থেকে দুরে থাকতে হবে।

এছাড়াও তিনি মিডিয়াকে সচেতনভাবে এই ভাইরাস মোকাবেলায় ভূমিকা রাখার আহবান জানান।

এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সদর  উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।একই সাথে এমপির উদ্যোগে নগরীতে মাইকিংও করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.