৩৩৩ নাম্বারে ফোন করে মানবিক সহায়তা পেলেন ইসলামপুরে ৪০ অসহায় পরিবার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে লকডাউনে কর্মহীন গরীব অসহায় পরিবার ৩৩৩ নাম্বারে ফোন করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়েছেন। উপজেলার চরপুটিমারি ইউনিয়নে অসহায় পরিবার মানবিক সহায়তার কথা জানতে পেরে ৩৩৩নাম্বারে ফোন দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম,মাজহারুল ইসলাম তাদের সাথে কথা বলে খাদ্য সহায়তা নিয়ে হাজির হন।
গতকাল বুধবার বিকালে ডিগ্রীরচর বিএম কলেজ মাঠে ও চিনারচর বাজার মাঠে ৪০টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের হাজি আব্দুল আজিজ মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম,মাজহারুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এই মহামারির হাত থেকে বাঁচতে অবশ্যই আমাদের সতর্ক হওয়ার আহবান জানিয়ে যে কোন সমস্যায় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.