৩য় বার সভাপতি আকবর হোসেন: বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ)’র জেলা কমিটির দায়িত্ব গ্রহণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ)’র নব-নির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণভার গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকালে শহরের উদয়নমোড়স্থ জেলা কার্যালয়ে এই দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান হয়।
২০২২-২০২৪ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে গত ২২ জানুয়ারী (শনিবার) টানা ৩য় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিএফএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি হয়েছেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ‘মেসার্স হোসেন ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. আকবর হোসেন।
সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘মেসার্স আলহাজ¦ শাহজাহান এন্ড সন্স’ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. আব্দুল হাকিম ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ এর স্বত্তাধিকারী মো. নজরুল ইসলাম (রনো)।
১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ)’র নব-নির্বাচিত জেলা কমিটির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কাজী মো. সেতাউর রহমান, সহ-সভাপতি মো. সিরাজুল হক ও মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক বিশ্বাস, দপ্তর সম্পাদক হয়েছেন মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সদস্য পদে মো. দানিউল হক, মো. সহিমুদ্দীন, মো. রাফিজুল হক ডাবলু, মো. সাইদুর রহমান, মো. মজিবর রহমান, মো. আব্দুস শুকুর, মো. আল-আমিন ও মো. বদিউজ্জামান।
কমিটির দায়িত্বভার গ্রহন শেষে আগামীতে সংগঠনের সকল কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ)’র জেলার সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন বিএফএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি জেলার বিশিষ্ট ব্যবসায়ী ‘মেসার্স হোসেন ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. আকবর হোসেন।
উল্লেখ্য, নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন কমিটির সকল সদস্য। বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ)’র নব-নির্বাচিত জেলা কমিটির নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. মোঃ গোলাম মোস্তফা এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. মাহমুদুল ইসলাম (কনক) ও এ্যাড. মো. রবিউল হক (দোলন)।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.