২০১৮ : বলিউডের যেসব সিনেমা ১০০ কোটি ছুঁয়েছে

বিটিসি নিউজ ডেস্কবলিউড তারকা রণবীর সিং অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘সিম্বা’ বক্স অফিসে শতকোটির মাইলফলক অতিক্রম করেছে। শুধু ভারতেই এ ছবির সংগ্রহ ৯৬ কোটি রুপির বেশি। আর আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহ মিলিয়ে মাত্র পাঁচদিনেই ১০০ কোটির বেশি আয় করেছে।

চলচ্চিত্র ব্যবসায় বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, ‘আজও এ সিনেমার জয়রথ চলছে।’ মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে তারান লিখেছেন, সোমবার ‘সুপার্ব পারফর্ম’ করেছে ‘সিম্বা’। ২০১৮ সালে ১৩তম সিনেমা হিসেবে শত কোটির ক্লাবে ঢোকার মাইলফলক অর্জন করল ‘সিম্বা’।

‘সিম্বা’র শুভমুক্তি হয় গত ২৮ ডিসেম্বর। প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ছবিটি সংগ্রহ করে ২০.৭২ কোটি রুপি। দ্বিতীয় দিনে সংগ্রহ করে ২৩.৩৩ কোটি রুপি। তৃতীয় দিনে সংগ্রহ ৩১.০২ কোটি রুপি। আর চতুর্থ দিনে সংগ্রহ করে ২১.২৪ কোটি রুপি। চারদিনে ভারতের বক্স অফিসে মোট সংগ্রহ দাঁড়াল ৯৬.৩৫ কোটি রুপি। তবে আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহ যোগ করলে শত কোটির ঘর অতিক্রম করেছে ‘সিম্বা’।

ভারতের বক্স অফিসে ২০১৮ সালে যে ১৩টি সিনেমা শতকোটির ঘরে প্রবেশ করেছে—

১. সঞ্জু—পরিচালক : রাজকুমার হিরানি। অভিনেতা : রণবীর কাপুর, দিয়া মির্জা।

২. পদ্মাবত—পরিচালক : সঞ্জয় লীলা বানসালি। অভিনেতা : রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর।

৩. সোনু কে টিটু কি সুইটি—পরিচালক : লুভ রঞ্জন। অভিনেতা : কার্তিক আরিয়ান, নুসরাত ভারুচা।

৪. রেইড—পরিচালক : রাজকুমার গুপ্ত। অভিনেতা : অজয় দেবগন, ইলিয়েনা ডিক্রুজ।

৫. বাঘি-২—পরিচালক : আহমেদ খান। অভিনেতা : টাইগার শ্রফ, দিশা পাটানি।

৬. রাজি—পরিচালক : মেঘনা গুলজার। অভিনেতা : আলিয়া ভাট, ভিকি কুশল।

৭. রেস-৩—পরিচালক : রেমো ডি সুজা। অভিনেতা : সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ।

৮. গোল্ড—পরিচালক : রিমা কাগতি। অভিনেতা : অক্ষয় কুমার, মৌনী রায়।

৯. স্ত্রী—পরিচালক : অমর কৌশিক। অভিনেতা : রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর।

১০. বাধাই হো—পরিচালক : অমিত শর্মা। অভিনেতা : আয়ুষ্মান খুরানা, সানিয়া মালহোত্রা।

১১. থাগস অব হিন্দোস্তান—পরিচালক : বিজয়কৃষ্ণ আচার্য। অভিনেতা : অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ।

১২. টু পয়েন্ট জিরো—পরিচালক : শংকর। অভিনেতা : রজনীকান্ত, অক্ষয় কুমার, এমি জ্যাকসন।

১৩. সিম্বা—পরিচালক : রোহিত শেঠি। অভিনেতা : রণবীর সিং, সারা আলি খান।

‘সিম্বা’র জয়জয়কার হলেও বড় বড় তারকা ও বড় বাজেটের সিনেমা গত বছর হতাশ করেছে। এর মধ্যে রয়েছে মহাতারকা আমির-অমিতাভ অভিনীত ‘থাগস অব হিন্দোস্তান’ ও সুপারস্টার শাহরুখ অভিনীত ‘জিরো’। সূত্র : হিন্দুস্তান টাইমস#

 

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.