সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইউনিটি, দৈনিক পূর্বাভাস, ঢাকার নিউজ এবং এমসিইউ ইন্সটিটিউটের আয়োজনে এবং সাউন্ডবাংলার ব্যবস্থাপনায় দিনব্যাপী সংবাদ বিষয়ক কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীগণ অংশগ্রহণ করেন।
তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে এতে প্রশিক্ষক ছিলেন কলামিসস্ট মোমিন মেহেদী, বাংলাদেশ প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাস-এর সাব এডিটর সোনিয়া দেওয়ান প্রীতি।
কর্মশালা শেষে সংবাদকর্মীদের মাঝে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হন- ওয়াজেদ রানা, মনির জামান, জাহাঙ্গীর রনি, এসএম রেজাউল করিম, মো. আবু বকর সিদ্দীক, মো. মিঠুন মিয়া, মহিদুল মল্লিক, রিপন আহমেদ, মো. ইমরান খান ও নিলয় ওয়াহিদ।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেস ইউনিটি, দৈনিক পূর্বাভাস, ঢাকার নিউজ এবং এমসিইউ ইন্সটিটিউটের আয়োজনে ২ মাসব্যাপী কর্মশালা আগামী জুন মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সংবাদ প্রেরক শেখ লিজা, সহকারী পরিচালক, ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.