১৬ ডিসেম্বর থেকে মোরেলগঞ্জে প্রায় ২ লাখ স্মার্টকার্ড বিতরণ শুরু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ২ লাখ লোকের স্মার্টকার্ড এখন বিতরণের অপেক্ষায়। ইতোমধ্যে ১ লাখ ৯৮ হাজার ২১ জনের স্মার্টকার্ড উপজেলা সার্ভার ষ্টেশনে পৌছিয়েছে।

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের দিয়ে এ কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারি।

নির্বাচন কর্মকর্তা বলেন, মোরেলগঞ্জে প্রথম ধাপে শুধুমাত্র পৌরসভার ১৪ হাজার ৪৯৬ জন নাগরিকের হাতে ও পর্যায়ক্রমে ১৬ ইউনিয়নের অপর ১লাখ ৮৩ হাজার ৫২৫ জনের হাতে কার্ড তুলে দেওয়া হবে। তবে উদ্বোধন করা হবে মুক্তিযোদ্ধাদের হাতে দিয়ে।

তিন মাস ধরে চলবে কার্ড বিতরণ কার্যক্রম। মোরেলগঞ্জে উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ১৫ হাজার ৬২১জন। এরমধ্যে যাদের জন্ম তারিখ ১.১.১৯৯৯ এর পূবে শুধু তারাই এ পর্বে পাচ্ছেন।

যাদের কার্ড হারিয়ে গেছে তারাও একই দিনে লাইনে দাড়িয়ে কার্ড পাবেন তবে সে ক্ষেত্রে নিজ নম্বর জানতে হবে এবং জমা দিতে হবে ২৫৩ টাকা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.