১লা মে পবিত্র শব-ই বরাত

 

বিটিসি নিউজ ডেস্ক : শাবান মাসের চাঁদ দেখা গেছে গতকাল সে হিসাবে আগামী ১ মে পবিত্র শবেবরাত পালিত হবে। চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, গতকাল বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ (বুধবার) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শব-ই বরাত পালিত হবে আগামী ১ মে দিবাগত রাতে। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবেবরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা এই রাতে আল্লাহ’র ইবাদতে মশগুল থাকেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.