সূচনা হল “রাস্তা কারোও একার নয়” ১৪২৭ কবিতা উৎসব (ভিডিও)

কলকাতা প্রতিনিধি: বাংলার লেখক এবং শিল্পী মঞ্চ -এর আহ্বানে গতকাল বুধবার অর্থাৎ ৩রা মার্চ ঐতিহাসিক ১৪২৭  কবিতা উৎসবের সূচনা হল ৷ গতকাল অবনীন্দ্র সভাঘরে শতবর্ষ পেরোনো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাস্তা কারোও একার নয়’ কবিতাটি সমবেতভাবে পাঠ করার মাধ্যমে শুরু হলো এই কবিতা উৎসব ৷
বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কবিরা এসেছিলে কবিতা পড়তে এবং উপস্থিত ছিলেন বহু আবৃত্তি শিল্পীরা ৷
বহু নবীন এবং প্রাজ্ঞ উভয়ের মেলবন্ধনে এই বৈপ্লবিক কাজে সামিল হয়েছেন অনেক কবি এবং আবৃত্তি শিল্পীরা৷ আর তাদের নিয়েই ১৪২৭- এর কবিতা উৎসব “রাস্তা কারোও একার নয়”, নিঃসন্দেহে এই উদ্যোগ একধারে প্রশংসনীয় এবং ঐতিহাসিক তাৎপর্যপূর্ণও বটে ৷
গতকাল মঞ্চে উপস্থিত ছিলেন সধামধন্য আবৃত্তিকার সতীনানাথ মুখোপাধ্যায়, তিনি পাঠ করেন শ্রদ্ধেয় কবি প্রণব মুখোপাধ্যায়ের কবিতা ৷ উপস্থিত ছিলেন হিন্দী, ওড়িয়া, মৈথিলী, উর্দু, অসমীয়া ভাষার বিখ্যাত কবিরা ৷ প্রণবকুমার মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার পান কবি সুধেন্দু মল্লিক এবং কবি সুকল্প মুখোপাধ্যায় ৷ প্রদীপ ঘোষ স্মৃতি পুরস্কার পেলেন শ্রদ্ধেয় কৃষ্ণপদ দাস ৷ 
কবিতা নিয়ে এবং শুধুমাত্রই কবিতা যাপনের জন্য ৫টা দিন ২৫০ জনের বেশি কবি এবং আবৃত্তিকার  অংশ গ্রহণে কলকাতার নন্দন প্রাঙ্গণ হয়ে উঠুুক কবিতার স্বর্গ রাজ্য ৷ “রাস্তা কারোও একার নয়”– এর উৎসব কমিটির উদ্দেশ্য যেহেতু এই উৎসব প্রতটি কবিতা প্রেমী মনুষের, তাই সকলকে এই উৎসবে সামিল হবার আহ্বান জানিয়েছেন ৷ আজ এই উৎসবের ২য় দিন ৷ আগামী ৭ই মার্চ এই উৎসবের শেষ দিন ৷
বিটিসি নিউজ (বাংলাদেশ) এই অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
ভিডিও//ছবি সট:–বিটিসি নিউজ (বাংলাদেশ) এর (কলকাতা) ’ক্যামেরা পারসন’ সুবীর মন্ডল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.