সুবর্ণচরে ইউপি সদস্যের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাসী কর্মকান্ড, নারী নির্যাতন ও এক মুসল্লীর দাঁড়ি ছিড়ে পেলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ৷
বুধবার সকালে (১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলার ছমির হাট বাজারে মানববন্ধন করে তারা৷
মানববন্ধনে ভুক্তভোগী বেলাল উদ্দিন বাবুল, নির্যাতিতা নারী আমেনা খাতুন, হামলার স্বীকার মুসল্লী জাহাঙ্গীর আলম’সহ দুই শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন৷
এসময় তারা ইউপি সদস্য কামাল উদ্দিনের দ্রুত বিচার দাবি করেন৷ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত (দাঁড়ি ছেড়া) কারী ইউপি সদস্য ও তার একদল পালিত সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার দাবি করেন৷
ভুক্তভোগীরা জানিয়েছেন চরজব্বার থানায় এবিষয়ে দুটি সাধারণ ডায়েরি হয়েছে নিশ্চিত করছেন৷ তবে এবিষয়ে অভিযুক্ত কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.