সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত-৬, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (০৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

334898967_939034337508808_4523122851813633311_n

আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স.ম.জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.