সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় জরিমানা, পলিথিন জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার চররায়পুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন কারখানায় দুই লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমান পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার রাতে পৌর এলাকার চররায়পুর এলাকায় আয়াত প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।

সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে র‌্যার-১২’র সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আয়াত প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামক পলিথিন কারখানার সন্ধান পান আদালত। যেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

আবাসিক এলাকায় কোন ধরনের অবৈধ কাগজপত্র ছাড়া ক্ষতিকর পলিথিন উৎপাদিত হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এছাড়াও উক্ত কারখানায় কোন বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে আয়াত প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর ম্যানেজার বাবলুকে দুই লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় ও পলিথিন জব্দ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.