প্রাণঘাতী করোনা : পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পুরো ইতালিজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। গতকাল সোমবার (০৯ মার্চ) ইতালির প্রধানমন্ত্রীর জিউসেপ কোঁতে এই ঘোষণা দেন।

এর আগে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দি অঞ্চল এবং আরো ১৪টি প্রদেশের প্রায় এক কোটি ৬০ লক্ষ মানুষকে কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ করে রেখেছিল ইতালি সরকার। ইতালিতে গতকাল সোমবার করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬৩ জনে দাঁড়িয়েছে।

চীনের পর ইতালিতেই করোনা ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ইতালির পুরো ২০টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.