আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তালেবানদের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, আগামী ১৩৫ দিনে প্রায় সাড়ে তিন হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।

গত ২৯ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র ও তালেবানদের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে আফগান সরকার ওই শান্তি চুক্তিতে অংশ নেয়নি। আর ওই সময় তালেবানরা দাবি করে, চুক্তি হলেও আফগান সরকার তাদের বন্দিদের মুক্তি দিতে চাইছে না।

তবে আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা কোন বন্দিদের মুক্তি দেয়ার বিষয়ে কোন চুক্তি করেনি। শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও গত সপ্তাহে আফগান বাহিনীকে রক্ষার জন্য তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এক হাজার তালেবান সদস্যকে মুক্তি দেবে আফগান সরকার। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই নির্দেশ দিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.