সিরাজগঞ্জে দু’মহল্লাবাসীর সংঘর্ষে ফালার আঘাতে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকায় দু’মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে ফালার আঘাতে সাজ্জাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
আজ বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে বারটার দিকে শহরের ভাঙ্গাবাড়ি ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত সাজ্জাদ হোসেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যায়। তিনি পুরাতন ভাঙ্গাবাড়ি মহল্লার আবু সাঈদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (১৭ আগষ্ট) রাত থেকে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসির মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আজ বুধবার (১৮ আগষ্ট) দুপুরে ফের সঘর্ষ বাঁধে। এ সময় দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় দুদিনে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে সাজ্জাদ হোসেন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বেশ কয়কেটা বাড়িঘর ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, বুকের নিচে ধারালো ফালার আঘাতে মারা গেছেন সাজ্জাদ।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বিটিসি নিউজকে বলেন, আজ বুধবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সাজ্জাদ হোসেনসহ অন্তত ১১ জন আহত হয়। তাকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে ঘটনার সম্পর্কে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সরকারি নম্বরে বার বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.