আদমদীঘিতে তিনজন মাদকসেবীর জেল জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক (গাঁজা) সেবনকারিকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনাশ্রম জেল ও জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই তিনজনকে সাত দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বিটিসি নিউজকে জানান, দন্ডপ্রাপ্তরা হলো, হাট নওগাঁর মছির সাখিদারের ছেলে খোকন হোসেন (৩৫), পার নওগাঁ সরদারপাড়ার আনোয়ার হোসেনরে ছেলে রিমন হোসেন (৩৫) ও আদমদীঘির বিনাহালি গ্রামের হরেন চন্দ্রের ছেলে ভিশ্বনাথ প্রামানিক (৪৫)। দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.