সিটি ইকোনোমিক জোন’সহ ১১টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধিআজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটি ইকোনোমিক জোন’সহ ১১টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১৩টি নতুন অর্থনৈতিক অঞ্চল ও ২০টি শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির চাকাকে সচল রাখার তাগিদে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগ উৎসাহিত করতে দেশজুড়ে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে সরকার।

দেশের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকলের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরির ওপর বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকার টানা এক দশক ক্ষমতায় থাকার কারণে অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.