সাবেক এমপি ও বিএনপি নেতা কাজী ডালিমের জানাজা-দাফন সম্পন্ন

খুলনা ব্যুরো:  শোকে বিহ্বল নেতাকর্মী, অশ্রুসজল আত্মীয় পরিজন ও পরিবারের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্খি-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ও সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম।
আজ বুধবার (১৫ জানুয়ারী ) নগরীতে পৃথক তিনটি জানাজা শেষে তাকে খালিশপুরস্থ গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। বিকেল ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে খুলনার প্রথম, খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বাদ আসর দ্বিতীয় এবং বাদ মাগরিব বৈকালী মোড়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এছাড়া গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী সেকেন্দার আলী ডালিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ঘন কুয়াশার কারণে ফেরী চলাচলে বিঘ্ন ঘটায় মরহুম সেকেন্দার আলী ডালিমের মরদেহ খুলনায় পৌছতে বিলম্ব ঘটে। যে কারণে জোহর বাদ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি। দুপুর ৩টার দিকে তাকে বহনকারী লাশবাহী গাড়ি হাদিস পার্কে এসে পৌছে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি এবং মরহুমের বড় ছেলে। জানাজায় ইমামতি করেন, মাওলানা আব্দুল মান্নান।
জানাজা শেষে মহানগর বিএনপি, জেলা বিএনপি, আওয়ামী লীগ, শ্রমিক দল, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এ্যাবসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কফিনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, বিজেপির নগর সভাপতি এ্যাড. লতিফুর রহমান লাবু, সাবেক এমপি আলহাজ মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, সিনিয়র আইনজীবী এনায়েত আলী, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এছাড়া ২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. শাহ আলম, সিরাজউদ্দিন সেন্টু, সোলাইমান মুন্সি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির শেখ আশারফ উজ জামান, আইনজীবী নেতা এ্যাড. গাজী আব্দুল বারী, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এ্যাড. মঞ্জুরুল আলম, এ্যাড. নুরুল হাসান রুবা, এ্যাড. মোহাম্মদ ইউনুস, এ্যাড. মশিউর রহমান নান্নু, এ্যাড. গোলাম মাওলা, এ্যাড. মোল্লা মাসুম রশিদ, এ্যাড. এম এ আজিজ।
পেশাজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ডাঃ রফিকুল হক বাবলু, এ্যাসোসিয়শন অব ইঞ্জিনিয়ার্স এ্যাবের প্রফেসর ড. আফতাব হোসেন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার মোঃ কওসার আলী, সাংবাদিক নেতা শেখ দিদারুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা ড. নামজুস সাদাত শুভ, শিক্ষক নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম, কাউন্সিলর শমসের আলী মিন্টু, শেখ হাফিজুর রহমান, শেখ গাউসুল আযম, হাফিজুর রহমান মনি, ব্যবসায়ী নেতা তরিকুল ইসলাম জহির।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, মোল্লা আবুল কাশেম, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, এ্যাড. ফজলে হালিম লিটন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শাহিনুল ইসলাম পাখী, শফিকুল আলম তুহিন, আব্দুর রহিম বক্স দুদু, আজিজুল হাসান দুলু,  কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, মুর্শিদুর রহমান লিটন, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ আহসান তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুর্শিদ কামাল, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর, শরিফুল ইসলাম বাবু, মাওলানা আব্দুল গফফার, জসিমউদ্দিন লাবু, আবু সাঈদ শেখ, আরমান হোসেন, সাইমুন ইসলাম রাজ্জাক সহ মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম (৭১) গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারী৷) বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.