সাবমেরিন থেকে মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। তার আগে উত্তর কোরিয়ার এই পরীক্ষা। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের হাতের পুতুল দক্ষিণ কোরিয়াকে জবাব দিতেই এই পরীক্ষা করা হয়েছে।
দুইটি রকেট সফলভাবে সাবমেরিন থেকে ছোঁড়া হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়া একটি মিসাইলের কথা বলেছিল। বস্তুত, সোমবার (১৩ মার্চ) থেকে এক ঐতিহাসিক সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা।
১৪ দিন ধরে এই মহড়া চলবে। এত বড় সামরিক মহড়া এর আগে হয়নি বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। জলে, স্থলে ও আকাশে চলবে মহড়া। উত্তর কোরিয়ার বক্তব্য, এই মহড়া তাদের জন্য বড় হুমকি।
তাদের পরাস্ত করতেই এই মহড়ার আয়োজন হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। কিন্তু তারাও পিছিয়ে নেই। এটা প্রমাণ করতেই রোববার (১২ মার্চ) সাবমেরিন থেকে মিসাইল ছোঁড়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.