৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ফের ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রোববার (১২ মার্চ) পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ রাঈদ দাবিক (১৮), ওসমান আল-শামি (২২) ও জিহাদ মোহাম্মদ আল-শামি (২৪)।
ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি ছোঁড়লে নিজেদের রক্ষায় তারাও গুলি চালায়। এ সময় তিনজনের মৃত্যু এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, সর্বশেষ গত ৮ মার্চ পশ্চিম তীরের জেনিন শহরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
চলতি বছর ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.