সরকার সৃষ্টির পক্ষে  -শ্রম প্রতিমন্ত্রী

খুলনা ব্যুরো:  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকার সৃষ্টির পক্ষে। কর্মমুখী শিক্ষার প্রসারে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে। সরকার সুশিক্ষায় শিক্ষিত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ।
তিনি আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুরে মহেশ্বরপাশা শহীদ জিয়া ডিগ্রি মহাবিদ্যালয়ের পাঁচতলা নবনির্মিত শেখ রাসেল একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের অভুতপূর্ব উন্নয়ন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের ওপর জোর দিয়েছে। তিনি কলেজ প্রাঙ্গণে শহিদ মিনার নির্মাণ এবং কলেজের মাঠের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে নিজ নিজ এলাকার শিক্ষানুরাগী, শিল্পপতি এবং সমাজের শিক্ষিত সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
 শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক তিন কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পাঁচতলা শেখ রাসেল একাডেমিক ভবন নির্মাণ করা হয়।
মহেশ্বরপাশা শহীদ জিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শেখ সৈয়দ আলীর  সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ বদরুল আলম বক্তৃতা করেন। এর আগে প্রতিমন্ত্রী নতুন ভবনের উদ্বোধন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.