সখীপুরে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়ী আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার আসর থেকে পালিয়ে যাওয়ার সময় ১১ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৫ মে) সকালে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে।
উপজেলার সীমান্তবর্তী বেড়বাড়ি এলাকা থেকে গতকাল রবিবার (১৪ মে) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো: উপজেলার পলাশতলীর মীর ছায়েম (৪৫), হলুদিয়া চালার মো. রিফাত (২৫), গড়গোবিন্দপুরের অইয়ুব আলী (৪১), পৌরসভার ৬ নং ওয়ার্ডের নুরুল ইসলাম (৪৭), কালিহাতী উপজেলার মো. বিল্লাল (৫০), আশুলিয়ার মো. শরিফুল ইসলাম (৪২) ও হাসান (৪৫) কালিয়াকৈর উপজেলার সাঈদ (৪৫) ও আবুবকর (৪০) ধামরাই উপজেলার ছাত্তার (৪৭), কাশিমপুর উপজেলার সাদেক হোসেন (৪৫)।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর ও বাসাইল উপজেলা সীমান্তবর্তী এলাকায় জুয়া খেলার সংবাদ শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় ১১ জনকে আটক করি। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.