মাদারীপুরে হত্যার ৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সোহেল মল্লিক হত্যার দীর্ঘ ৯ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প।
আজ সোমবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল।
এর আগে রোববার ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ আল আমিন ওরফে তুফান শেখ ওরফে রাসেল মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচর গ্রামের বেলায়েত খানের ছেলে।
র‌্যাব কর্মকর্তা জানান, মাদারীপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল র‍্যাব গোয়েন্দা শাখার সহায়তায় রোববার (১৪ মে) সকালে ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মাদারীপুর জেলার শিবচর থানার সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোঃ আল আমিন ওরফে তুফান শেখ ওরফে রাসেল (২৭)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
হত্যা মামলার ঘটনার বিবরণে জানা যায়, আসামি মোঃ আল আমিনের সঙ্গে তার সৎ ভাই সোহেল মল্লিকের ব্যবসা বাণিজ্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলমান ছিল। এরই ধারাবাহিকতায় আসামি আল আমিন পরিকল্পিতভাবে গত ২০১৩ সালের ০৮ আগস্ট রাত অনুমান ১টার দিকে সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের ভেতর খাটের নিচে লেপ ও বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় নিহত সোহেলের পিতা ছিদ্দিক মল্লিক (৬৫)একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি মোঃ আল আমিন ওরফে তুফানকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
দীর্ঘ ৯ বছর উক্ত হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি পলাতক থাকার বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ক্যাম্প আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার প্রধান আসামিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.