শেষ মুহূর্তের গোলে বার্সার কষ্টার্জিত জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে দলকে স্বস্তি এনে দেন উরুগুইয়ান সেন্টারব্যাক রোনাল্ড আরাউহো।
শনিবার (৪ নভেম্বর) রাতে সোসিয়েদাদের মাঠে শুরুর কয়েক মিনিট বার্সেলোনাকে কোণঠাসা করে রাখে সোসিয়েদাদ। প্রথম চার মিনিটে দুটি ভালো গোলের সুযোগ পায় তারা। তবে তা কাজে লাগাতে পারেনি।
গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগানের কল্যাণে বেঁচে যায় কাতালানরা। এরপর ঘুরে দাঁড়ায় বার্সা। প্রথমার্ধের শেষ দিকে সোসিয়েদাদের বক্সে ডিফেন্ডারের স্পর্শে পড়ে গিয়েছিলেন ফেলিক্স। তবে রেফারি সে আবেদনে সাড়া দেননি।
এবার আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। তবে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে লেভানদোভস্কি ও লোপেজকে তুলে পেদ্রি ও তোরেসকে মাঠে নামান কোচ জাভি। এতেও খুব একটা লাভ হয়নি, বরং সোসিয়েদাদের আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে কাতালানরা। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ও জালে বল পাঠাতে পারেনি কোনো দলই।
এদিন ম্যাচে তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করেন রেফারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। ম্যাচের ইনজুরি টাইমে রোনাল্ড আরাউহোর গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
এ জয়ে ১২ ম্যাচে ৮ জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে জাভির দল। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ২৮। এ ছাড়া ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জিরোনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.