শুরু হয়ে গেল বাঙালির মহা উৎসব শারদোৎসব

কলকাতা (ভারত) প্রতিনিধি: মহা ধূমধামের সাথে শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই প্রায় প্রতিটি মণ্ডপে চলছে চূড়ান্ত পর্বের ব্যস্ততা। সেই সাথে চলছে একে একে পুজো উদ্বোধনের পালা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা বেরিয়ে পরেছেন পুজো উদ্বোধনে।
আজ শারদোৎসবের চতুর্থী। ইতিমধ্যেই পুজো মণ্ডপ গুলোতে বৃস্টির আগেই ঠাকুর দেখার ভির নজরে পড়ছে। কেউ আবার পুজোর কেনাকাটার সাথে ঠাকুর ও দেখে নিচ্ছেন। অনেকেরই আবার ভ্রমণে যাবার পালা আছে।তাই এখন থেকেই ঠাকুর দেখে রাখতে চাইছেন।
কলকাতার উত্তরে সন্তোষ মিত্র স্কোয়ারে পঞ্চাশ কেজি সোনা দিয়ে তৈরি হয়েছে কনক দুর্গা প্রতিমা সেই সাথে সোনালি আবহে মুরে ফেলা হয়েছে মণ্ডপ সজ্জা।
এখনও পর্যন্ত আবহাওয়া মোটের ওপর ভাল হলেও কোথাও কোথাও হাল্কা বৃস্টিপাত হচ্ছে। তবে আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস পুজোর দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
যাই প্রশাসনের তরফ থেকে বেশ আঁটোসাঁটো বন্দোবস্ত করা হয়েছে।কোথাও কোন অপ্রীতিকর ঘটনা দেখলে তৎক্ষণাত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.