কার্পাসডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন করলেন সিভিল সার্জন

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এসএএম মারুফ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা  সিভিল সার্জন এএসএম মারুফ হাসান কার্পাসডাঙ্গা বাজারে ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকগুলো পরিদর্শন করেন।
এসময় তিনি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের সকল কাগজপত্র দেখেন এবং প্রতিটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার ঘুরে ঘুরে পরিদর্শন করেন। কার্পাসডাঙ্গা সেবা ক্লিনিকে কাগজ পত্র ঠিক না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেন। কাগজপত্র ও নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেন।
এ ব্যাপারে সিভিল সার্জন  ডা. এ এসএম মারুফ হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, কার্পাসডাঙ্গায় ডায়াগনষ্টিক ও ক্লিনিকগুলোর সরকারি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কিনা এবং সেগুলোর নবায়ন ও তাদের কাগজপত্র ঠিক আছে কিনা এ বিষয়টি দেখছেন।
যে সব ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারের অনুমোদন নেই এবং নিয়ম বর্হিভূর্ত ভাবে পরিচালনা করছে কাগজপত্র দেখে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.