শিক্ষা প্রতিষ্ঠান হলোএকজন শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন দেখার বাতিঘর : টগর এমপি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার পীরপুরকুল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি বলেন মান সম্মত শিক্ষা ব্যবস্হা নিশ্চিত করতে বর্তমান সরকার তথা শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েরা নীতি নৈতিকতা থেকে শুরু করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার সকল শিক্ষা গ্রহন করে।শিক্ষা প্রতিষ্ঠান হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন দেখার বাতিঘর। মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলো সহ সবকিছু বদ্ধ ছিলো। কিছুদিনের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলো চালু করা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সুখী- সমৃদ্ধ,ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার।বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্বার গতিতে এগিয়ে  চলেছেন। সোনার বাংলা বিনির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন শিক্ষার্থীদের সোনার মানুষে পরিনত করা। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় দামুড়হুদার পীরপুরকুল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আ,লীগ নেতা মুনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন। ৮০ লক্ষ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্হিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু জেলা আ,লীগের সদস্য চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্র, জেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শেখ ফজলুর রহমান।
এ সময় উপস্হিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ,লীগের সহ- সভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ,লীগের সভাপতি শফিকউর রহমান, সহসভাপতি আব্দুল কাদের
বিশ্বাস,আব্দুল হান্নান, ইস্রাফিল হোসেন,সাধারণ সম্পাদক নজির আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেসুর রহমান রিপন, লীগ নেতা সাইফুল ইসলাম, আব্দুস সালাম ভুট্র, আশাদুল হক, ফয়সাল হোসেন রমজান আলী, রেজাউল করিম মিন্টু, মাহাবুবুর রহমান নালিম , ইউনুস আলী, শওকত আলী, ফকির মোহাম্মদ শেখ, প্রধান শিক্ষক ফয়সাল লতিফ বাবলু, কৃষকলীগনেতা সাজেদুল বিশ্বাস মিঠু, যুবলীগ নেতা রফিকুল ইসলাম এপি, মোস্তাফিজ কচি, শরিফ রতন, আতিকুল ইসলাম আতিক, মেহেদি মিলন, ফারুক হোসেন, আব্দুল কাদের হিরক, মনিরুজ্জামান ফুরুই, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান মিন্টু,আব্দুল মজিদ, রতন, আবুল হাসেম, ছাত্রলীগনেতা অপু সরকার, কামরুজ্জামান রানা, রকিবুল ইসলাম, তুহিন আক্তার, আবু বক্কর সিদ্দিক, এসএম সুলতান, সাজ্জাদ হোসেন, মানিক, আবু নাইন, শিবলু খান প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.