যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে করেন বাহনটি ছিনতাই

বরিশাল ব্যুরো: বরিশালে দেড় বছরের সন্তানকে নিয়ে এক দম্পতি যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে চালকের গলায় ছুরি বসিয়ে ওই বাহনটি ছিনতাই করেছেন।
বরিশাল নগরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সংলগ্ন সড়কে শনিবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। তবে ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
গ্রেপ্তাররা হলেন- ঘটনার মূল অভিযুক্ত বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. মাসুম হাওলাদার (৩০) ও তার স্ত্রী সাথী (২৩) এবং নগরের বাংলাবাজার বড়বাড়ি এলাকার ভাড়াটিয়া দুলাল খানের স্ত্রী বিউটি বেগম (৪৩) ও বান্দরোড এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমান (৪৫)।
ছুরিকাঘাতে গুরুতর আহত অটোরিকশা চালকের নাম মো. হুমায়ুন কবির হাওলাদার (৪০)। তিনি নগরের সাধুর বটতলা এলাকার ভাড়াটিয়া ও বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের চর বালিগা এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি এখন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ডিবির পরিদর্শক মো. ছগির হোসেন জানান, শনিবার (২৭ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাঝখানের গেইটের সামনে হুমায়ুন কবির হাওলাদার ব্যাটারিচালিত রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। ওইসময় এক দম্পতি সঙ্গে একটি শিশু নিয়ে রিকশার কাছে আসেন। তারা যাত্রী সেজে চালক হুমায়ুনকে নগরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার উলিয়ামপাড়া যাওয়ার কথা বলেন।
তিনি জানান, কিছুক্ষণ পরে হুমায়ুন তাদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে শেবাচিম হাসপাতালের অদুরে আইএইচটির কাছাকাছি পৌঁছান। তখন যাত্রীবেশী দম্পতি রিকশাচালক হুমায়ুনের গলার সামনের দিকে শ্বাসনালী বরাবর ধারালো চাকু দিয়ে কেটে জখম করে। পরে চালককে সেখানে ফেলে দিয়ে রিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
পরে পথচারীরা রিকশাচালক হুমায়ুনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
বিষয়টি জানতে পেরে নগর গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা অভিযানে নামেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সের তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা, ব্যাটারি ও ছিনতাইয়ে ব্যবহৃত চাকু উদ্ধার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য। এর আগেও এমন অপরাধ তারা করেছেন। ছোট সন্তানকে নিয়ে গাড়ি ভাড়া করতেন। ফলে কোনো চালকই তাদের সন্দেহের চোখে দেখতো না। এ ঘটনায় দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আহত অটোরিকশাচালক হুমায়ুনের বন্ধু আবু কালাম বলেন, যাত্রীবেশে উঠে এ ঘটনা ঘটানো হয়েছে। হুমায়ুন এখন শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার পর দরিদ্র হুমায়ুন আরও অর্থ সংকটে পড়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.