কুমিল্লায় ফেন্সিডিলসহ ভুয়া সাংবাদিক আটক

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার চান্দিনায় বিল্লাল শেখ নামের এক কথিত সাংবাদিকের বাসায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় চান্দিনা পৌরসভার বেলাশহর এলাকায় তার নিজ বাসা থেকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী বিল্লাল শেখ চান্দিনার বেলাশহর এলাকার মৃত তোরাব আলীর ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, সে নিজেকে নাম সর্বস্ব একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিলেও পেশায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করতে গেলে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কর্তব্যরত পুলিশের সাথে অসদাচরণ করে। পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম সহ ঘটনাস্থলে গিয়ে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
তার বিরুদ্ধে অবৈধ নারী ব্যবসা, মাদক, চাঁদাবাজি, মারামারিসহ একাধিক ধারায় চান্দিনায় ও কুমিল্লা কোতয়ালী থানায় অন্তত ৪টি মামলা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.