শহীদ নূর হোসেন অল্প শিক্ষিত, মুর্খ ও দরিদ্র টাইপের লোক আখ্যা জাপার

 

ঢাকা প্রতিনিধিহুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হওয়া নূর হোসেনকে দেশের ‘গণতন্ত্রের প্রতীক’ মনে করা হলেও এরশাদের দল জাতীয় পার্টির (জাপা) সভায় সেই শহীদের ব্যাপারে বলা হলো, ‘তথাকথিত নূর হোসেন একজন অল্প শিক্ষিত, মুর্খ ও দরিদ্র টাইপের লোক। তাকে বলির পাঠা করা হয়েছিলো।’

আর যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন নূর হোসেন, সেই এরশাদকে বলা হলো ‘গণতন্ত্রের মানসপুত্র’।

আজ ১০ নভেম্বর শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ পালনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেই নূর হোসেনকে এভাবে উত্থাপন করেন জাতীয় পার্টির নেতারা।

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে ‘গণতন্ত্র দিবস’ পালন করে আসছে জাপা।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.