লোহিত সাগরে উত্তেজনা, প্রভাব জ্বালানি তেলে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলাকে কেন্দ্র করে উত্তেজনা কমছেই না। কোনো হুমকি কিংবা পদক্ষেপেই বন্ধ হচ্ছে না হামলা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমকি শূন্য তিন ডলার বা এক দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৯৮ সেন্ট বা এক দশমিক চার শতাংশ বেড়ে ৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কর্তৃপক্ষ ওমানের উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজে চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি উঠে বলে খবর পায়।
এর আগের দিন বুধবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে এক বাণিজ্যক জাহাজে বড় ধরনের হামলা চালায়। অন্যদিকে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়তির দিকে।
গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গত ডিসেম্বরে এ মামলা করা হয়। ফলে বেশ কিছু দিন পর এ মামলার শুনানি শুরু হলো।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এ আদালতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপন করেছে দক্ষিণ আফ্রিকা। পরদিন শুক্রবার প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.