লালমনিরহাটে করোনা আক্রান্ত হয়ে জজ ফেরদৌস আহমেদ’র মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো বিচারক মারা গেলেন। তিনি লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৮)।
আজ বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর।
আদালত সূত্র ও বিচারকের স্বজনরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন ফেরদৌস আহমেদ। গত ৪ জুন আদালতে বিচার কাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান।
এরপর সেখানে অসুস্থ হয়ে পড়লে তার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। তিনি করোনায় আক্রান্ত শনাক্ত হলে সিএমএইচে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, এরইমধ্যে নিম্ন আদালতের ২৬ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.