রাজ্যে বাড়ছে লকডাউন : নবান্নে সর্বদলীয় বৈঠক

কলকাতা প্রতিনিধি: আজ বুধবার (২৪ জুন) নবান্নে সর্বদল বৈঠকের শেষে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ছে লকডাউন ৷ সব ছাড় যা আগে ছিল, সেসব বজায় রেখেই বাড়ছে লকডাউনের এই সময়সীমা।
আজ বুধবার (২৪ জুন) নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী ছাড়া ছাব্বিশ জন প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রতিনিধিত্ব করেন। এই  প্রথমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নবান্নে কোনও বৈঠকে আসলেন ৷
আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) যে ছাড়গুলো দেওয়া গয়েছে সম্পূর্ন তালিকা প্রকাশ করবে নবান্ন । এই বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে :
(১) এই কোভিড পরিস্থিতি ব্যাবসার সময় নয় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন। বেসরকারি হাসপাতাল গুলিকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী  ৷
(২) কোন ও দুর্নীতি বরদাস্ত করা হবে না রাজ্য সরকার আমফানের ত্রাণ নিয়ে ৷
(৩) রাজ্যে আমফান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সর্বদলীয় কমিটি গঠন করা হল । পার্থ চট্টোপাধ্যায়কে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে ৷
(৪) বাসভাড়া এখনই বাড়ানো হচ্ছে না । যেখানে কোভিড টেস্টের পরিকাঠামো নেই সেই সব জায়গায় পরিকাঠামো তৈরির জন্য কেন্দ্রকে অনুরোধ করবে রাজ্য, বলে জানিয়েছেন ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.