লালপুর উপজেলা এলাকার রাস্তার অপর নাম মরণ ফাদ!

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার পঁচা ব্রিজ নির্মান কাজের জন্য চলাচলের জন্য পাশ দিয়ে যে রাস্তা করা হয়েছে সেই রাস্তায় প্রায়শ মালবাহী ট্রাক, পাওয়ারটিলার সহ অন্যান্য যাত্রীবাহী যানবাহণ চলাচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয়রা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নাটোর থেকে লালপুর চলাচলের জন্য এটাই প্রধান সড়ক। এই পচাঁ ব্রিজ নির্মাণের কাজ চলছে প্রায় ২মাস ধরে।

এখন বর্ষাকাল, ব্রিজ নির্মাণ কাজের জন্য পাশ দিয়ে যে রাস্তা করা হয়েছে সেই রাস্তায় বড় ধরণের যানবহণ দুরে থাক সামান্য যাত্রীবাহী যানবহণগুলোও চলাচলের অনুপযোগী।

সামান্য বৃষ্টি হলে রাস্তায় পানি বদ্ধ হয়ে প্রায়শ বিভিন্ন যানবাহণ বিকল হয়ে দূর্ঘটনার শিকাড় হচ্ছে।

এতে করে বাড়ছে সাধারণ জনগণের দূর্ভোগ। তারা আরও বলছে, শুধু এই রাস্তায় নয়, লালপুর থেকে ওয়ালিয়া ট্রাফিক মোড় পর্যন্ত রাস্তারও বেহাল দশা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.