ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কীন রোগের প্রাদুর্ভাব

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কীন রোগ ছড়িয়ে পড়েছে । গত পনের দিনে উপজেলার ৬টি ইউনিয়নের শত শত গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এ অবস্থথায় দুঃশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী কৃষক ও খামারীরা।

উপজেলার ফুলমতি গ্রামের হাছেন আলী, নন্দির কুটির শাহ আলম, নওদাবশ গ্রামের সোহরাব হোসেন সহ অনেকে জানান, গরুর সমস্ত শরীরে চামড়ার ভিতর ফোলা গুটি গুটি আকার ধারণ করে গরু অসুস্থ হয়ে পড়ছে। বাড়ীর একটি গরু আক্রান্ত হলে দু একদিনের মধ্যে বাকি গুলোও এ রোগে আক্রান্ত হচ্ছে। হঠাৎ করে গরুর এমন রোগ হওয়াতে আমরা আতঙ্কে আছি। তারা আরও জানান, এ রোগে গরু মারা না গেলেও সুস্থ্য হতে বেশ সময় লাগছে। তাই খেতে না পেয়ে মোটাতাজা গরু অনেকটা শুকিয়ে যাচ্ছে। সামনে কোরবানী ঈদ। ঈদের আগে গরুর ওজন কমে গেলে দাম কমে আমাদের অনেক টাকা লোকসান হবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণ মোহন হালদার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ল্যাম্পি স্কিন রোগে উপজেলায় কোন গরুর মৃত্যু হয়নি, তবে এ পর্যন্ত ২৫১টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। সময় মতো চিকিৎসা করলে এ রোগ সম্পূর্ণ ভালো হয়। দুঃচিন্তার কারন নেই। প্রত্যেক ইউনিয়নেই  ৪ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছে। আশাকরি অল্প সময়ের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব কাটিয়ে উঠবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.