লালপুরে ইউপি নির্বাচনে আ,লীগের ৩, বিদ্রোহী ৫ ও স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

লালপুর (নাটোরপ্রতিনিধি: তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নাটোরের লালপুরে ১০ ইউনিয়নে ভোট সম্পন্ন হয়েছে।

এতে আওয়ামীলীগের দলীয় মনোনীত চেয়ারম্যান ৩ জন ও বিদ্রোহী ৫জন সহ স্বতন্ত্র (বিএনপির) ২ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছে।
রোববার রাতে উপজেলা প্রশাসনের সভা কক্ষে রিটার্নিং অফিসার বে-সরকারী ভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করে।
নির্বাচিত ইউপি ও প্রার্থীরা হলো, ১নং লালপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত আবু বকর সিদ্দিক পলাশ (নৌকা প্রতিক), ২নংঈশ্বরদী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপির) প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু (ঘোড়া প্রতিক), ৩নং চংধুপইল ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম (নৌকা প্রতীক), ৪নং আড়বাব ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মকলেছুর রহমান(ঘোড়াপ্রতীক), ৫নং বিলমাড়ীয়া ইউনিয়নে সিদ্দিক আলী মিষ্টু (ঘোড়া প্রতীক), ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী নূরুল ইসলাম লাভলু(নৌকা প্রতীক), ৭নং ওয়ালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নূরে আলম সিদ্দিকী আলম (ঘোড়া প্রতীক), ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নে তোফাজ্জল হোসেন তোফা (আনারস প্রতীক), ৯নং এবি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা আসলাম (আনারস প্রতীক), ১০নং কদিমচিলান ইউনিয়নে আনছারুল ইসলাম(ঘোড়া প্রতীক) বিজয়ী হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.