লর্ডস টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: লর্ডসে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ের অপরাজিত সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
ক্রিকেটের তীর্থস্থানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। তবে শুরুটা মনমতো হয়নি কেন উইলিয়ামসন বাহিনীর। দিনের ১৬তম ওভারে ভাঙে ৫৮ রানের ওপেনিং জুটি। অভিষিক্ত ওলি রবিনসনের শিকার হয়ে ব্যক্তিগত ২৩ রানেই ফেরেন টম লাথাম। হাল ধরতে পারেননি অধিনায়কও।
মাত্র ১৩ রান করেই অ্যান্ডারসনের বোলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। রবিনসনের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন রস টেলর। দলীয় ১১৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ব্ল্যাক ক্যাপসরা।

তবে অভিষিক্ত ওপেনার কনওয়ে দুর্দান্ত প্রতাপে আগলে রাখেন এক প্রান্ত। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই শতক তুলে ১৩৬ রানে অপরাজিত আছেন এই কিউই। সঙ্গে হ্যানরি নিকোলসের অপরাজিত ৪৬ রানে ভালো সংগ্রহ নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। রবিনসন ছাড়াও ইংলিশদের হয়ে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান জেমস ব্রেসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.