স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃদ্ধের ব্যনারে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের বাম ছাত্র সংগঠনের নেতাদের উপস্থিতি ছিল বেশী।
কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (০৩ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমবেত হয় স্বল্পসংখ্যক শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবী নিয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে প্রশাসন ভবনের সিঁড়িতে বসে পড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা। সেখান বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। ব্যানার ফেস্টুনে নিজেদের দাবী গুলো তুলে ধরেন তারা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে, ক্যাম্পাসে অস্থায়ী হল নির্মাণ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের টিকার আওতায় এনে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবী করেন শিক্ষার্থীরা।
মূলত আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হবে। এ মিটিংয়ে ক্যাম্পাস খোলার বিষয়টি আলোচনায় আনার দাবীও করা হয় এ কর্মসূচি থেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.