লকডাউন প্রত্যাহারের ২৫ দিন পর নিউজিল্যান্ডে আবারও করোনা রোগী শনাক্ত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফেরার ২৫ দিন পর নিউজিল্যান্ডে আবারও ২জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। অবশ্য ওই ২জনই সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে জানা যায়।

আজ মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মীরা জানান, টানা ২৫ দিন নিউজিল্যান্ডে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে বিদেশ ফেরত আরও অনেকে এ ভাইরাসে আক্রান্ত থাকতে পারে।

এসব বিদেশ ফেরতদের দুই সপ্তাহের জন্য সরকার পরিচালিত কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সময়ে তারা করোনামুক্ত কিনা তা দুবার পরীক্ষা করে দেখা হবে।

গত ৮ জুন অকল্যান্ডের কোভিড-১৯ আক্রান্ত ১ নারী সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তিনিই ছিলেন দেশটিতে সর্বশেষ করোনা রোগী। এরপরই নিজেদের করোনামুক্ত ঘোষণা করে নিউজিল্যান্ড এবং লকডাউন তুলে নেয়।

প্রসঙ্গত, ৫০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নিউজিল্যান্ডে প্রথমবারের মতো করোনা সংক্রমণ ধরা পড়ে গত ২৮ ফেব্রুয়ারী। এরপর দেশজুড়ে কঠোর লকডাউন আরোপ করেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। কয়েক সপ্তাহ ধরে কড়া লকডাউন প্রয়োগের মাধ্যমে মহামারি ঠেকাতে সক্ষম হয় দেশটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.