চীনা সেনাবাহিনী’র হামলায় ভারতীয় কর্নেলসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারত-চীন সীমান্তে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ১ কর্নেলসহ ২ সেনা নিহত হয়েছে। ৪৫ বছর পরে এই প্রথম চীনা সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনা জওয়ান নিহত হলেন।

গতকাল সোমবার (১৫ জুন) দিবাগত রাতে গালওয়ান উপত্যাকায় চীনা সেনার হামলায় ভারতীয় সেনা সদস্যরা নিহত হয়েছে।

গতকাল সোমবার (১৫ জুন) দু’দেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। এরপরেই ওই হামলার ঘটনা ঘটল।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গালওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলাকালীনই গতকাল রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনার ১ কর্মকর্তা এবং ২ জওয়ানের মৃত্যু হয়েছে। উভয়পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর। উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান। (সূত্র: পার্সটুডে)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.